ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে রিং পরানো হয়েছে। আজ শনিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার হার্টের মেইন আর্টারিতে ৯৯ শতাংশ ব্লক থাকায় রিং পরানো হয়।

গতকাল শুক্রবার দিবাগত রাতে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তার ‌‘মাইল্ড হার্ট অ্যাটাক’ হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার ভোরে মির্জা ফখরুল জানান, গত বৃহস্পতিবার থেকেই অসুস্থ বোধ করছিলেন খালেদা জিয়া। শুক্রবার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।