জ্বালানি তেলের দাম অস্বাভাকিভাবে বাড়িয়ে মাত্র ৫ টাকা কমানোর প্রতিবাদ ও তেলের দাম ২০ টাকা কমানোর দাবিতে সমাবেশ ও পতাকা মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)।

বুধবার (৩১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ৫৮ টাকা, কার স্বার্থে বাংলাদেশে দ্বিগুণেরও বেশি? জ্বালানির দাম বাড়িয়ে জনগণকে বিপদে ফেলে দেওয়াটা চরম অন্যায়। এই অন্যায় সিদ্ধান্ত থেকে সরে এসে শুধু জ্বালানি তেলের দাম নয়; সব দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন,  মনিটরিং টিমকে প্রতিটি বাজারে অভিযানের জন্য নামাতে হবে। ১ ব্যারেল তেল ৮৯ থেকে ৯২ ডলারে পাওয়া যাচ্ছে বিশ্ব বাজারে । অথচ আমাদের দেশের মন্ত্রী-আমলারা দাম নিয়ে মিথ্যাচারের পাশাপাশি সাধারণ মানুষকে বোকা বানাতে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন, যা সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার অন্তরায়। অবিলম্বে জ্বালানি তেলের দাম দাম ২০ টাকা কমানোর প্রস্তাব মেনে নেওয়ার অনুরোধ করছি।  

সংগঠনটির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, আবুল হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য মামুনুর রশীদ, রুবেল আকন্দসহ আরও অনেকে।