পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
রিজওয়ানা হাসান বলেন, একটি শিল্প গোষ্ঠীর কর্তৃক কীভাবে কয়েকটা ব্যাংকের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন ভবিষ্যতে না হয় সেজন্য করপোরেট সেক্টর, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনার জন্য এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার জন্য এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পাস হয়েছে।
তিনি বলেন, আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনায় সাধারণ আমানতকারীদের আর পড়তে না হয় সেজন্য এক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনা হবে, বাংলাদেশ ব্যাংকের কতটুকু ক্ষমতা দেওয়া হবে, সে কোন পর্যায়ে গিয়ে হস্তক্ষেপ করতে পারবে- এ ব্যাপারে আগে আইনের স্পষ্টতা ছিল না। এখন সেগুলো স্পষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।