NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, একটি শিল্প গোষ্ঠীর কর্তৃক কীভাবে কয়েকটা ব্যাংকের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন ভবিষ্যতে না হয় সেজন্য করপোরেট সেক্টর, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনার জন্য এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার জন্য এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পাস হয়েছে।

তিনি বলেন, আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনায় সাধারণ আমানতকারীদের আর পড়তে না হয় সেজন্য এক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনা হবে, বাংলাদেশ ব্যাংকের কতটুকু ক্ষমতা দেওয়া হবে, সে কোন পর্যায়ে গিয়ে হস্তক্ষেপ করতে পারবে- এ ব্যাপারে আগে আইনের স্পষ্টতা ছিল না। এখন সেগুলো স্পষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।