ঢাকা: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছে সোমবার (১৬ অক্টোবর)। ফলে আবহাওয়া বিজ্ঞানের হিসাবে বৃষ্টি বা বর্ষা মৌসুমেরও ইতি ঘটল।
আবহাওয়া অফিস বলছে, এখন থেকে সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রা কমতে পারে ধীরে ধীরে।
আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাকালেরভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তি থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরের দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) আবহাওয়ার একই পরিস্থিতি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘মৌসুমি বায়ু দেশ থেকে পুরোপুরি বিদায় নেওয়ায় বৃষ্টিপাত এখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আগামী এক সপ্তাহ আবহাওয়ার বর্তমান অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটবে না। তাপমাত্রা কিছুদিন একই রকম থাকবে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২১ ডিগ্রি সেলসিয়াস।