ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের আমেরিকায় বসে ফের অফিস করার প্রস্তাব নাকচ করে দিয়েছে ঢাকা ওয়াসা বোর্ড। বৃহস্পতিবার (৭ জুলাই) অনুষ্ঠিত ঢাকা ওয়াসা বোর্ড সভায় এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
বোর্ড সভায় বলা হয়েছে, ঢাকা ওয়াসার এমডির ব্যক্তিগত কারণে ছুটির প্রয়োজন হলে তিনি ছুটি নিতে পারবেন। এ ক্ষেত্রে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) দায়িত্ব দিয়ে যেতে হবে।
জানা গেছে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব অন্য কাউকে না দিয়ে যুক্তরাষ্ট্রে বসে নিজেই ভার্চুয়ালি সেই দায়িত্ব পালন করতে চেয়েছিলেন সংস্থাটির বর্তমান এমডি তাকসিম এ খান। কিন্তু সংস্থাটির বোর্ড সদস্যদের তীব্র বিরোধিতার মুখে তার এই আবদার পূরণ হলো না। বোর্ড সদস্যরা একমত হয়ে তাকসিম এ খানের আমেরিকায় বসে ভার্চুয়াল অফিসের আবেদন নাকচ করে দিয়েছেন। ফলে আমেরিকায় বসে ভার্চুয়ালি অফিস করা হচ্ছে না ওয়াসার এমডির।