বাংলাদেশের স্বনামধন্য কয়েকজন শিল্পীর শিল্পকর্ম নিয়ে ‘স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড: অ্যান আর্টিস্টিক সেলিব্রেশন’-শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করেছে যৌথভাবে গ্যালারি কসমস ও ঢাকায় তুর্কি দূতাবাস।
আজ শনিবার রাজধানীর বারিধারা কূটনৈতিক অঞ্চলে তুর্কি দূতাবাসে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
আটজন বাংলাদেশি শিল্পী এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। শিল্পীরা হলেন- আবদুস শাকুর শাহ, কনক চাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, আনিসুজ্জামান আনিস, অনুকূল মজুমদার, বিশ্বজিৎ গোস্বামী, আজমীর হোসেন ও সৌরভ চৌধুরী।
এই উদ্যোগের প্রশংসা করে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, ‘গ্যালারি কসমস আয়োজিত ‘স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড: অ্যান আর্টিস্টিক সেলিব্রেশন’- শিল্প প্রদর্শনীতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই।
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ওপর জোর দিয়ে তুর্কি রাষ্ট্রদূত বলেন, ‘এ বছর ২৯ অক্টোবর আমাদের জাতীয় দিবসে, আমরা তুর্কি প্রজাতন্ত্রের শতবর্ষ উদযাপন করব।
অনুষ্ঠানে দিলশাদ রহমান বলেন, ‘আমি আশা করি অদূর ভবিষ্যতে আমরা তুর্কি আর্ট স্কুলগুলোর সঙ্গে একটি বিনিময় (শিল্প) অনুষ্ঠান করব। আমি তার সমর্থনের জন্য এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী আমাদের সমস্ত শিল্পীদের পাশাপাশি দর্শকদের ধন্যবাদ জানাই।’
গ্যালারি কসমসের আর্টিস্টিক ডিরেক্টর সৌরভ চৌধুরী এবং শিল্পী-শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ গোস্বামী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের পক্ষে তাদের বক্তব্য তুলে ধরেন।