NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান শাহরুখ-প্রিয়াঙ্কার সেই সিনেমা ও সম্পর্ক আবারও আলোচনায় ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি
Logo
logo

ঢাকায় তুর্কি দূতাবাসে প্রদর্শনী


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০২:৪৬ এএম

ঢাকায় তুর্কি দূতাবাসে প্রদর্শনী

বাংলাদেশের স্বনামধন্য কয়েকজন শিল্পীর শিল্পকর্ম নিয়ে ‘স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড: অ্যান আর্টিস্টিক সেলিব্রেশন’-শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করেছে যৌথভাবে গ্যালারি কসমস ও ঢাকায় তুর্কি দূতাবাস। 

আজ শনিবার রাজধানীর বারিধারা কূটনৈতিক অঞ্চলে তুর্কি দূতাবাসে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

আটজন বাংলাদেশি শিল্পী এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। শিল্পীরা হলেন- আবদুস শাকুর শাহ, কনক চাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, আনিসুজ্জামান আনিস, অনুকূল মজুমদার, বিশ্বজিৎ গোস্বামী, আজমীর হোসেন ও সৌরভ চৌধুরী।

 
প্রদর্শনীতে এই শিল্পীদের মোট ২৪টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। দিনব্যাপী এই প্রদর্শনীতে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ দেশ-বিদেশের শিল্প অনুরাগী ও বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কসমস ফাউন্ডেশনের পরিচালক দিলশাদ রহমান।

 

এই উদ্যোগের প্রশংসা করে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, ‘গ্যালারি কসমস আয়োজিত ‘স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড: অ্যান আর্টিস্টিক সেলিব্রেশন’- শিল্প প্রদর্শনীতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই।

 
এই প্রদর্শনীর আয়োজন করা আমাদের জন্য আনন্দের। কসমস গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাসুদ খান এবং কসমস ফাউন্ডেশনের ডিরেক্টর মিসেস দিলশাদ রহমানকে ধন্যবাদ জানাতে চাই তাদের সহযোগিতার প্রস্তাবের জন্য।’ প্রদর্শনী থেকে অনুপ্রাণিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা ভবিষ্যতে বিভিন্ন প্রকল্পে গ্যালারি কসমসকে আমাদের সহযোগিতা অব্যাহত রাখব।’

 

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ওপর জোর দিয়ে তুর্কি রাষ্ট্রদূত বলেন, ‘এ বছর ২৯ অক্টোবর আমাদের জাতীয় দিবসে, আমরা তুর্কি প্রজাতন্ত্রের শতবর্ষ উদযাপন করব।

 
এছাড়া আগামী বছর ফেব্রুয়ারিতে আমরা উদযাপন করব তুর্কি ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। আমি বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ বার্ষিকী উদযাপনের অপেক্ষায় আছি।’

 

অনুষ্ঠানে দিলশাদ রহমান বলেন, ‘আমি আশা করি অদূর ভবিষ্যতে আমরা তুর্কি আর্ট স্কুলগুলোর সঙ্গে একটি বিনিময় (শিল্প) অনুষ্ঠান করব। আমি তার সমর্থনের জন্য এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী আমাদের সমস্ত শিল্পীদের পাশাপাশি দর্শকদের ধন্যবাদ জানাই।’

গ্যালারি কসমসের আর্টিস্টিক ডিরেক্টর সৌরভ চৌধুরী এবং শিল্পী-শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ গোস্বামী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের পক্ষে তাদের বক্তব্য তুলে ধরেন।