ঢাকা: দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে ১০০ জনের মৃত্যু হলো। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত আরো এক হাজার ৬২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি রোগীর এই সংখ্যা এক দিনে সর্বাধিক।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বুলেটিনে এসব তথ্য জানা যায়। গত এক দিনে যেসব রোগী মারা গেছে, এর মধ্যে মুগদা হাসপাতালে দুজন, মিটফোর্ড হাসপাতালে একজন, ঢাকার আইচি হাসপাতালে একজন, যশোরে দুজন ও চট্টগ্রামে একজন।
এর আগে ২০১৯, ২০২১ ও ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মত্যু ১০০ ছাড়িয়েছিল। ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে এক হাজার ১৬৮ জন। বাকি ৪৫৫ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। চলতি বছর এ পর্যন্ত ১৯ হাজার ৪৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।