ঢাকা: পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন  ৩৩ হাজার ৬২৭ জন হাজি। মোট ৮৮টি ফ্লাইটে দেশে ফিরেছেন তারা। এই ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৩টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৩৬টি এবং ফ্লাইনাসের ১৯টি। রবিবার (৯ জুলাই) রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

 

এদিকে এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ইন্তেকাল করেছেন ৯৬ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ৭২ জন ও নারী ২৪ জন। মক্কায় মারা গেছেন ৮০ জন, মদিনায় পাঁচজন, মিনায় সাতজন, আরাফায় দু’জন জেদ্দায় একজন এবং মুজদালিফায় একজনের মৃত্যু হয়েছে।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

এবার বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যান। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট গত ২১ মে শুরু হয়ে শেষ হয় ২৪ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।