ঢাকা: পবিত্র হজের ফ্লাইট শেষ হয়েছে গতকাল শনিবার। আজ রবিবার থেকে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। আজ ভোরে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হয়েছে, আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে। এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন।

 

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর এক লাখ ২২ হাজার ৫৫৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। চলতি বছর হজযাত্রীদের বহন করে বাংলাদেশ বিমান, সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইনস। এর মধ্যে বাংলাদেশ বিমান বহন করে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী। অন্য হজযাত্রীদের বহন করে সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইনস।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস গত ২২ জুন তাদের হজ ফ্লাইট শেষ করেছে। গতকাল শেষ দিন সৌদি এয়ারলাইনসের দুটি এবং ফ্লাইনাসের তিনটি ফ্লাইট সৌদি আরবে গেছে।