ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলবাহী লাইটার জাহাজের তেলের ট্যাংকারে বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, পাঁচজন ভর্তি রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

 

আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ পাঁচজন হলেন- মো. রুবেল (৩৮), সোহেল (৩৮), ইমতিয়াজ (৪২), ইমন (৩৫), হুমায়ন কবির (৫৪)। এ ছাড়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তারা হলেন- রাহাদ (২৫), রাকিব (২৪) ও নাজমুল (৩৩)।