নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে ২ মে শুক্রবার সকালে ওয়াইমিং কাউন্টির ওয়ারস এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ দেওয়ান সানি (২৯) নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সানি বাফেলোর হ্যাজেলউড এলাকায় বসবাস করতেন। তিনি ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকার বাসিন্দা ফারুক আহমেদের একমাত্র সন্তান।
জানা গেছে, স্টেট রুট ২০এ-এর অরেঞ্জভিল ও ওয়ারস টাউনশিপ সীমান্তে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে। স্থানীয় সময় সকাল ৮টা ২১ মিনিটে ওয়াইমিং কাউন্টি ইমারজেন্সি সার্ভিস ও ওয়ারস পুলিশ প্রথম ঘটনাস্থলে পৌঁছায়।
দুর্ঘটনায় অপর গাড়ির চালকও গুরুতর আহত হন এবং পরে ওয়াইমিং কাউন্টি কমিউনিটি হাসপাতালে মারা যান। পুলিশ জানিয়েছে, যে গাড়িটি সানির গাড়িকে ধাক্কা দেয়, সেটি নাসাউ কাউন্টি থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। ওয়াইমিং কাউন্টি শেরিফের অফিস ঘটনার তদন্ত করছে।