হাকিকুল ইসলাম খোকন,
চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ এর সাধারন সভা গত মঙ্গলবার ,২৯ এপ্রিল সন্ধ‍্যায় নিউইয়র্কের কুইন্সের জ‍্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে হেলাল উদ্দিনের সভাপত্বিতে ও শরিফ হোসেন নিরব এবং কবির হোসেন এর  যৌগ সঞ্চালনায় অনুস্ঠিত হয়।


উক্ত সাধারন সভায় চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএর  উপদেস্টাগন ও আহবায়ক কমিটির সদস‍্যদের সম্মতিতে বার্ষীক বনভোজন/পিকনিক ও তহবিল গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
পিকনিকের স্হান ও তারিখ পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
যুক্তরাস্ট্রে বসবাসরত সকল চাটখিল উপজেলাবাসীকে সদস‍্য করার জোর দাবি করা হয়।
সবাইকে নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।