আনডকুমেন্টেড ইমিগ্রান্টরা চৌর্যবৃত্তির মাধ্যমে সোশাল সিকিউরিটির এবং মেডিকেইডের সুবিধা গ্রহণ করে শত শত বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে— ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সের প্রধান ইলন মাস্কের এমন পরামর্শে বিশ্যাস করেছেন প্রেসিডেন্ট। তারা নিশ্চিত এটা ডেমোক্রেটদের ষড়যন্ত্র। এরই প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এই দুই গুরুত্বপূর্ণ খাতে বাজেট কাট করার কথা বলছেন। যদিও বিশেষজ্ঞরা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে যে, উক্ত অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, সোশাল সিকিউরিটি প্রতি মাসে অবসর গ্রহণকারী মানুষদের আর্থিক অবস্থা বিবেচনা করে তাদের চেক পাঠায়। সেই সাথে প্রতিবন্ধী মানুষদেরও। অন্য দিকে মেডিকেইড দরিদ্র মানুষদের চিকিৎসার জন্য বিনামূল্যে ইন্সু্যরেন্সসহ অন্যান্য খরচ দেয়। আর মেডিকেয়ার দেয় ৬৫ বছর বয়সী বা তার উর্ধের বয়সীদের হেলথ ইন্সু্যরেন্স।
এদিকে এসোসিয়েটেড প্রেস বলছে, জালিয়াতি রোধ করার উদ্দেশ্যে সোশাল সিকিউরিটি এ্যাডমিনিস্ট্রেশন প্রতিটি সোশাল সিকিউরিটি বেনিফিট গ্রহিতার আইডি কঠোরভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ৩১ মার্চ থেকে এই সব বেনিফিট গ্রহিতার আইডি ফোনে ভেরিফাই করার পরিবর্তে যারা অনলাইন সার্ভিসে আইডি ভেরিফাই করতে পারবেন না, তাদের সশরীরে এজেন্সির স্থানীয় অফিসে বা ফিল্ড অফিসে গিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে।
এপি জানাচ্ছে, গত মঙ্গলবার সোশাল সিকিউরিটি এ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। তারা বলেছে, যারা নতুন সোশাল সিকিউরিটির বেনিফিটের জন্য আবেদন করবেন অথবা যারা তাদের বর্তমান ডিরেক্ট ডিপোজিট ইনফর্মেশন পরিবর্তন করবেন তাদের জন্য আপাতত এই শর্ত প্রযোজ্য হলেও, নির্দিষ্ট সময় পরে অন্যদেরও সশরীরে অফিসে গিয়ে এই ভেরিফিকেশন করতে হবে।
বয়সী মানুষদের এডভোকেসি গ্রুপগুলো এই শর্ত পূরণ করতে কষ্টকর হবে বলে সতর্ক করে দিয়েছে।
সোশাল সিকিউরিটি এ্যাডমিনিস্ট্রেশনের ভারপ্রাপ্ত কমিশনার লিল্যান্ড ডুডেক বলেন, এসএসএ প্রতি বছর শতশত মিলিয়ন ডলার ক্ষতি করে ডিরেক্ট ডিপোজিট জালিয়াতির কারণে। তিনি বলেন, টেলিফোনে সব ক্লেইমের ভেরিফিকেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় না।সুএ সাপ্তাহিক বাংগালি ।
সোশাল সিকিউরিটির জন্য আইডি ভেরিফিকেশনে সশরীরে এসএসএ অফিসে যেতে হবে
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম



প্রবাস রিলেটেড নিউজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় নিউইয়র্কে আনন্দ মিছিল, সমাবেশ এবং মিষ্টি বিতরণ

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলাদেশি বংশদ্ভূত শিক্ষার্থী সাইফের অনন্য সাফল্য

নিউইয়র্কে শ্রদ্ধা-ভালোবাসায় ‘মা দিবস’ পালিত

এলিজাবেথ হোয়াইট মার্কামের নামে নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় রাস্তার নামকরণ

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে এইচআরপিবি”র সেমিনার অনুষ্ঠিত

নিউইয়র্কের বাংলাদেশী আইটি বিষেশজ্ঞদের মতবিনিময়

১১ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এবং ,১৯ মে জাতিসংঘের সামনে প্রতিবাদ সমাবেশ

নিউইয়র্কে চারদিন ব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩ মে