NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

জি-৭: কিশিদা-ইউনকে ওয়াশিংটনে আমন্ত্রণ বাইডেনের


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৭:৩৯ এএম

জি-৭: কিশিদা-ইউনকে ওয়াশিংটনে আমন্ত্রণ বাইডেনের

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাপানে গ্রুপ অব সেভেন বা জি-৭ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই আমন্ত্রণ জানান তিনি।

রোববার (২১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার গ্রুপ অব সেভেন (জি-৭) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে জাপানি ও দক্ষিণ কোরিয়ার সরকারপ্রধানকে ওয়াশিংটনে আরেকটি বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

বৈঠকের পরে জারি করা এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ‘নেতারা উত্তর কোরিয়ার ‘অবৈধ পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র হুমকির’ মুখে নতুন পদক্ষেপ সমন্বয়সহ তাদের ত্রিপক্ষীয় সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন।’

বিশেষ করে এই তিনটি দেশের মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য আদান-প্রদানের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তাসংস্থা জানিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল রোববার দিনের শুরুতে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং এটি চলতি বছর তাদের তৃতীয় বৈঠক। মূলত আঞ্চলিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় পূর্ব এশিয়ার প্রতিবেশী এই দুই দেশ তাদের নিজেদের মধ্যকার সম্পর্ক উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হোয়াইট হাউস বলেছে, কিশিদা এবং ইউনকে ‘তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার সাহসী কাজের’ প্রশংসা করেছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তাদের প্রচেষ্টার কারণে ত্রিপক্ষীয় অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সঙ্গে বৈঠক করতে রাজধানী সিউলে যান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার হুমকি এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় দক্ষিণের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করার অন্যতম লক্ষ্য ছিল এই সফর।

গত ১২ বছরের মধ্যে এবারই প্রথমবার জাপানের কোনও প্রধানমন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফর ছিল এটি। এর আগে গত মার্চে টোকিও যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সামুদ্রিক অঞ্চল ও অন্যান্য বিষয় নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিরোধ ও বিবাদ রয়েছে।

কিন্তু আঞ্চলিক নিরাপত্তার কারণে সেগুলো দূরে ঠেলেই এখন এক হতে চায় দেশ দু’টি।