NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

পানির নিচে ৭৪ দিন কাটিয়ে রেকর্ড ভাঙলেন মার্কিন গবেষক


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:০৪ পিএম

পানির নিচে ৭৪ দিন কাটিয়ে রেকর্ড ভাঙলেন মার্কিন গবেষক

আর্ন্তজাতিক ডেস্ক: একে একে ৭৪ দিন পানির নিচে কাটিয়ে দিলেন মার্কিন এক গবেষক। কোনো ধরনের  বিষণ্ণতা ছাড়াই পানির নিচে দীর্ঘতম সময় পার করে রেকর্ড ভেঙেছেন তিনি। মার্কিন এই গবেষকের নাম জোসেফ দিতুরি। এই গবেষক ফ্লোরিডার কি লার্গোতে ৩০ ফুট পানির নিচে একটি হোটেল কক্ষে ৭৪ দিনের বেশি সময় থেকেছেন। তিনি জানিয়েছেন, এখনো তার থামার পরিকল্পনা নেই। স্থানীয় সময় রবিবার তিনি বলেছিলেন, তিনি ‘জুলসের আন্ডারসি লজে’ কমপক্ষে ১০০ দিন থাকবেন। 

তিনি বলেন, ‘আবিষ্কারের কৌতূহল আমাকে এখানে নিয়ে এসেছে। প্রথম দিন থেকেই আমার লক্ষ্য ছিল আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা, সাক্ষাৎকার নেওয়া সেই বিজ্ঞানীদের, যারা সমুদ্রের নিচের জীবন অধ্যয়ন করেন এবং জানেন কিভাবে মানবদেহ চরম পরিবেশে কাজ করে।’

এর আগে ২০১৪ সালে পানির নিচে ৭৩ দিন কাটিয়েছিলেন যুক্তরাষ্ট্রেরই দুই প্রফেসর। গবেষণাকাজের অংশ হিসেবে ফ্লোরিডার কি লার্গোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের পানির নিচের একমাত্র হোটেল জুলস আন্ডার সি লজে বাস করছেন ৫৫ বছর বয়সী জোসেফ। ভূপৃষ্ঠের ৩০ ফুট নিচে অবস্থিত হোটেলটির আয়তন ১০০ বর্গফুট। পানির নিচেই ইন্টারনেট সেবাসহ মিলছে আধুনিক অনেক সুবিধা। 

জোসেফের এই গবেষণার নাম প্রজেক্ট নেপচুন হান্ড্রেড। দীর্ঘ এই সময়ে পানির নিচে শরীর কী প্রতিক্রিয়া জানায়, সেটাই পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে ডা. জোসেফ বলেন, ভাবিনি রেকর্ড হবে। ভালো লাগছে, সম্মানিত বোধ করছি। তবে এখনো আমাদের অনেক দূর যেতে হবে। অনেক কাজ বাকি। এই গবেষণার মাধ্যমে বিজ্ঞানের সুফল আরো একবার মানুষকে দেখাতে চাই।

তিনি বলেন, এই সময়ে সত্যি বলতে আমি যা মিস করেছি তা হলো সূর্য। আমি সাধারণত পাঁচটায় জিমে যেতাম। সেখান থেকে বের হয়ে প্রতিদিনই সূর্যোদয় দেখতাম। প্রতিদিন জোসেফের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ডাঙায় ফিরলে হবে মানসিক পরীক্ষাও। গবেষকরা বলছেন, ভবিষ্যতে গভীর সমুদ্রে মানুষের মিশনকে আরো সহজ করতেই চলছে এই গবেষণা।

সূত্র : বিবিসি