NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

কানাডার টরন্টোতে কারু’র মিলনমেলা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৭ এএম

কানাডার টরন্টোতে কারু’র মিলনমেলা

কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই এসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (কারু)’র আয়োজনে বাংলা নতুন বছর উপলক্ষে দিনব্যাপী এক মিলনমেলার আয়োজন করা হয়। 

কানাডার স্থানীয় সময়  রবিবার (৭ মে) ২৬৭০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘বাংলাদেশ সেন্টার’ এ সকাল ১১টা থেকে বিকাল ৭টা পর্যন্ত এই মিলনমেলায় কারু’র সদস্যরা ‘মতিহার’ নামে পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করার সাথে সাথে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড উপস্থাপন করেন।   

কারু’র সাংস্কৃতিক সম্পাদক শিরীন আখতার এনার উপস্থাপনায় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করতে গিয়ে উল্লেখ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের মানস গঠনে অসামান্য ভূমিকা রেখেছে। এমন এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়ে তারা সব সময় গর্ব অনুভব করেন। সেই সাথে তাদের ব্যক্তিজীবনে যে সাফল্য তারা অর্জন করেছেন তার প্রধানতম কারণ হচ্ছে রাজশাহী বিশ্ববদ্যালয়ের মত এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে তারা জ্ঞান অর্জন করেছেন।

 

তারা উল্লেখ করেন, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানটি তাদের আত্মার সাথে জড়িয়ে আছে। এর আলো-বাতাস এখনও তাদের সকলের জীবনকে আলোকিত করে চলেছে। তারা প্রত্যয় ব্যক্ত করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন সকল সদস্য আজীবন এক পরিবারের সদস্য হিসেবে বেঁচে থাকবেন।

কারু’র সভাপতি মোস্তাফিজ খান পাপ্পু এবং সাধারণ সম্পাদক সুমন জাফর মিলনমেলায় উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন এক অনুষ্ঠানে উপস্থিত হবার জন্যে। তারা আশা প্রকাশ করেন, আগামীতে কানাডায় বসবাসরত আরও অধিক প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কারু বিভিন্ন ধরনের কর্মসূচী গ্রহণ করবে। 

অনুষ্ঠানে কারু’র সদস্যরা নিজেদের হাতে তৈরি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করে এবং  সবাই মিলে এক পারিবারিক পরিবেশে উপভোগ করেন।