NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ২০, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

‘খুনি-দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে দেশকে ধ্বংস করে দেবে’


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০২:২২ এএম

‘খুনি-দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে দেশকে ধ্বংস করে দেবে’

ঢাকা: খুনি-দুর্নীতিবাজদের আর ক্ষমতায় না আনতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় গতকাল রবিবার রাতে লন্ডনের ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, খুনি, চোর, দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে বাংলাদেশকে ধ্বংস করে দেবে। তারা যেন আর কখনোই ক্ষমতায় না আসে। খুনি, দুর্নীতিবাজরা কখনো দেশকে কিছু দিতে পারে না। তারা দেশবিরোধী কাজ করেছে বলেই দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।

আওয়ামী লীগের সভাপতি বলেন, নির্বাচন ঠেকানোর নামে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। মনুষ্যত্ব বিসর্জন করে তারা অগ্নিসন্ত্রাসে নেমেছিল। আওয়ামী লীগ মাত্র ১৪ বছরে মানুষের ও দেশের উন্নয়নে যা করেছে, তা এর আগে কখনো হয়নি।