NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

কাতারের অনুদান নিয়ে দুর্নীতি করেননি প্রিন্স চার্লস


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪৮ এএম

কাতারের অনুদান নিয়ে দুর্নীতি করেননি প্রিন্স চার্লস

আর্ন্তজাতিক ডেস্ক: ব্রিটেনে প্রিন্স চার্লসের একটা খবর বেশ সাড়া জাগিয়েছিল৷ কাতারের সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩০ লাখ পাউন্ড নেয়ার সেই খবরের সত্যতা অস্বীকার করেননি চার্লস৷ তবে টাকা নিলেও তিনি দুর্নীতি করেছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি৷

কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম প্রিন্স চার্লসের হাতে ৩০ লাখ পাউন্ড (৩১ লাখ ৭০ হাজার ডলার) ভর্তি একটা ব্যাগ তুলে দেন ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে কোনো এক সময়ে৷ ব্রিটেনের সানডে টাইমস সময়টা নিশ্চিত করতে না পারলেও লেনদেনের বিষয়ে নিশ্চিত হয়েই সম্প্রতি খবরটি প্রকাশ করে৷ ফলে জনমনে ছড়িয়ে পড়ে সন্দেহ- চার্লস কি তবে বিশাল অঙ্কের এই টাকা নিয়ে নয়-ছয় করেছেন?

সানডে টাইমসের প্রতিবেদনে অবশ্য সেরকম কোনো ইঙ্গিত ছিল না৷ বরং সেই প্রতিবেদনে যা বলা হয়েছিল তা-ই শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে৷ পত্রিকাটি জানিয়েছিল, অর্থ পাওয়ার পর ৭৩ বছর বয়সি চার্লস তা তার এক দাতব্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা করে দেন৷ সেই দাতব্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও একই কথা বলেছে৷

শেখ হামাদ বিন জসিম প্রিন্স চার্লসের হাতে টাকার ব্যাগটি তুলে দিয়েছিলেন এক ব্যক্তিগত বৈঠকে৷ সে কারণেই কেউ কেউ পুরো বিষয়টিকে গোপন লেনদেন এবং এর মাঝে দুর্নীতি থাকতে পারে বলে ধরে নিলেও দাতব্য প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে, অনুদান হিসেবে নেয়া টাকা প্রিন্স চার্লস সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা দিয়েছেন, নির্ধারিত সময়ে সেই তহবিলের অডিটও হয়েছে৷

গত নভেম্বরে প্রিন্স চার্লসের আরেক দাতব্য প্রতিষ্ঠানের কর্মকর্তা মাইকেল ফসেটের বিরুদ্ধে অনুদানের বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে পুরষ্কার এবং ব্রিটেনের নাগরিকত্ব দেন—এমন তথ্য নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে সানডে টাইমস৷ প্রতিবেদন প্রকাশের পর মাইকল ফসেট দায়িত্ব ছেড়ে দেন৷ ব্রিটেনের চ্যারিটি কমিশন এখন ফসেটের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তদন্ত করে দেখছে৷ সূত্র: ডয়েচে ভেলে