NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

পাকিস্তানে ভূমিধস, ধ্বংসস্তূপের নিচে আটকা বহু যানবাহন


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩৪ এএম

পাকিস্তানে ভূমিধস, ধ্বংসস্তূপের নিচে আটকা বহু যানবাহন

পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চল তোরখামের একটি রাস্তার ওপর ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন মানুষ নিহত হয়েছেন। এছাড়া ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছে বহু যানবাহন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোরে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের খাইবার পাকতুনখাওয়া প্রদেশের একটি গুরত্বপূর্ণ সড়কে এ ঘটনা ঘটে।

সালিম কালাচি নামের স্থানীয় পুলিশ কর্মকর্তা এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘এটি বড় ভূমিধস। উদ্ধার অভিযান সম্পন্ন হতে সময় লাগবে। ধ্বংসস্তূপের নিচে অন্তত ২০ থেকে ২৫টি যান আটকা পড়েছে।’

খাইবার পাকতুনখাওয়ার উদ্ধারকারী দলের মুখপাত্র বিলাল ফাইজি আলজাজিরাকে বলেছেন, ‘ওই এলাকায় আগের দিন রাতে বজ্রসহ বৃষ্টি হয়। এরপর সেখানে ভূমিধসের খবর পাওয়া যায়।’

ফাইজি আরও বলেছেন, ‘কাঁদার নিচে যারা আটকে আছেন এখন তাদের উদ্ধারে অভিযান চলছে। এছাড়া কাঁদার নিচে বড় ট্রাকসহ অন্তত ২০টি যানবাহন আটকে আছে।’

তিনি আরও বলেছেন, ‘এটি কোনো ছোট ভূমিধস নয়, সবকিছু দ্রুত পরিষ্কার করে ফেলা যাবে না। ধ্বংসস্তূপ সরানোর জন্য আমাদের অন্তত ২০ জন উদ্ধারকারী কাজ করছেন। মনে হচ্ছে যেন পুরো একটি পাহাড় ধসে পড়েছে।’

এক সরকারি কর্মকর্তার বরাতে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিক রয়েছেন। এই সড়কটি দিয়ে আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে পণ্য আনা-নেওয়া করা হয়।