NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

ঈসা নবী দাবি করে প্রতারণা, যুবক কারাগারে


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৫, ০৬:২২ এএম

>
ঈসা নবী দাবি করে প্রতারণা, যুবক কারাগারে

ময়মনসিংহের হালুয়াঘাটে নিজেকে হয়রত ঈসা (আ.) দাবি করা ও ধর্মে বিশ্বাসী মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে সন্দীপ রিছিল (৪০) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার (১ মে) রাতে উপজেলার জুগলী ইউনিয়নের জয়রামকুড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার মাগেরসবাড়ী কাচারীপাড়া গ্রামের শিন্তারাম চিংয়ের ছেলে। ছোটবেলা থেকেই তিনি হালুয়াঘাটে নিজের খালার বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, শরীরে ইসলামি বেশভুষা থাকলেও তার ঘরে রয়েছে খ্রিষ্টধর্মীয় বিভিন্ন ধরনের ছবি। তিনি এই ধর্মেরই অনুসারী ছিলেন। পরে ২০২১ সালে ময়মনসিংহের খানকায়ে হুসাইনিয়া মাদরাসা থেকে ইসলাম গ্রহণ করেন তিনি। সম্প্রতি তিনি তার নিজস্ব ধর্ম প্রচার শুরু করেছেন এবং বেশ কিছু অনুসারীও তৈরি করে ফেলেছেন।

বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় জয়রামকুড়া গ্রামের আলাল উদ্দিন নামে এক ব্যক্তির মামলার পরিপ্রেক্ষিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি নিজেকে ঈসা নবী দাবি করে প্রতারণার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।