NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের বাংলা নববর্ষ উদযাপন


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৭:০৯ পিএম

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের বাংলা নববর্ষ উদযাপন

'রুখে দাও ষড়যন্ত্র, ভেঙ্গে দাও দানবের বিষদাঁত'-এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ, টরেন্টোর ডেনফোর্থে আয়োজন করা হয় প্রতিবাদী বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠান। 

একই সঙ্গে বাংলা নববর্ষ-১৪৩০ সালকে বরণ করে নেওয়া হয় বাঙালির ঐতিহ্যবাহি মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। ঢাকের তালে নেচে গেয়ে বাঙালির চিরাচরিত পোশাকে সজ্জিত হয়ে টরেন্টোর বাঙালি কমিউনিটির কয়েকশত মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। 

শোভাযাত্রা ডেনফোর্থ এভিনিউয়ের মেট্রো পার্কিং এলাকা থেকে শুরু হয়ে নানা সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শুরুর আগে এক প্রতিবাদী সমাবেশে উদীচী এবং কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন যে, বাংলা সংস্কৃতির প্রধানতম অনুষ্ঠান ববর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে মৌলবাদী যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা রুখতে সকল প্রগতিশীল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

প্রতিবাদী সমাবেশ পরিচালনা করেন উদীচী কানাডার সাধারণ সম্পাদক মিনারা বেগম। প্রতিবাদী সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য উদীচী কানাডার সভাপতি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।