NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে কানাডায় ইফতার ও দোয়া মাহফিল


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৭ পিএম

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে কানাডায় ইফতার ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টরোন্টোর ৩০৯৮ ডেনফোর্থ এভিনিউস্থ ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

ইফতার পূর্ব সংক্ষিপ্ত সময়ে বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স ও অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল।

ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ুন কবির, সহ সভাপতি ড. এ এম এম তোহা, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন।

 

বক্তব্য পর্ব সমাপ্ত হওয়ার পর সকলই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা জিয়াউল আহসান চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডশনের উপদেষ্টা কামালউদ্দিন আহমেদ, সহ-সভাপতি এস বি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কবিরুল ইসলাম, কোষাধক্ষ্য রূপন কান্তি দাশ গুপ্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তাজুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রতন দে, সাংস্কৃতিক সম্পাদক কাজী আব্দুল বাসেত, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাপস দেব, সদস্যবৃন্দ যথাক্রমে আহমেদ হোসেন, মোহাম্মদ আশরাফুল ইসলাম(টিপু), আইনুল কবির, মোস্তাক চৌধুরী, মোঃ বাবুল পারভেজ। 

এছাড়াও ও উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমেদ মুক্তা, অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি ফাইজুল করিম, নওশের আলী, সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন ও দপ্তর সম্পাদক খালেদ শামীম। স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুকোমল রায়, ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, সদস্যবৃন্দ যথাক্রমে তৌহিদুর রহমান, মোঃ সাকিব, সাকিব সোহাগ ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিষ নন্দী। 

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোঃ মেজবাউদ্দিন, স্টেশন ম্যানেজার মোঃ মশিকুর রহমান, ফাইন্যান্স ম্যানেজার বি, এম ফেরদৌস কবির, রিয়েলেটর চিম্ময় দাশ, লিটন আলম ও একশান হোন্ডার সেলস ম্যানেজার আজগর আলী তালুকদার। পরিশেষে ফাউন্ডেশনের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।