NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন আইজিপি


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৭ এএম

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন আইজিপি

সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রোববার (২ এপ্রিল) দুপুরে মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি।

মন্ত্রীর সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের প্রফেশনাল কিছু ইস্যু ছিল। পুলিশ রিলেটেড কিছু বিষয় ছিল। এমন কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন আইন-কানুন সংশ্লিষ্ট বিষয়ে কথাবার্তা হয়েছে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আসলে আপনারা মনে করেছেন যে, এ সময়ে এসেছে, ঘটনা কী? আমরা আমাদের প্রফেশনাল ইস্যু নিয়ে একটু ডিসকাস করতে এসেছি। কিছু লিগ্যাল ইস্যু আছে, এগুলো নিয়ে কথা বলতে এসেছি।’

ডিজিটাল নিরাপত্তা আইনে একজন সাংবাদিক গ্রেপ্তার আছেন, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না এটা নিয়ে কোনো কথা হয়নি। এখন এ জিনিসটা বলতে চাচ্ছি না।’

‘এটা আমাদের বিভিন্ন আইন-কানুনে যেমন, আমাদের যে কার্যক্রম আছে সে বিষয়ে আমরা প্রফেশনালি যে আইন বিবেচনাধীন আছে, এসব বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। ফুললি এটা প্রফেশনাল ইস্যু, এটা অন্যকিছু না।’

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ নিয়ে আপনাদের প্রতি কোনো নির্দেশনা আছে কি না, যেকোন সময় গ্রেপ্তার হবেন এমনটা শোনা যাচ্ছে-- এ বিষয়ে আইজিপি বলেন, ‘এটা দেখেন আপনারা। ওয়েট অ্যান্ড সি।’