NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের ভারত ও পাকিস্তানকে সাধুবাদ জানালেন প্রধান উপদেষ্টা বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গণহত্যাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে: উপদেষ্টা আসিফ ইসরায়েলি অবরোধের মধ্যে হামলায় গাজায় শিশুসহ নিহত ২১ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
Logo
logo

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৭ এএম

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্ক: নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক মইনুল ইসলামের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ রোববার এস্টোরিয়ার ৩৬-০৭ ৩১ স্ট্রিটে জালালাবাদ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট শেখ আখতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইমাম কাজী কায়্যুম।
মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি।
কমিউনিটি অ্যাক্টিভিস্ট ময়নুজ্জামান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সাবেক কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইয়ামিন রশিদ, বিলাল চৌধুরী, জে মোল্লা সানি, দরুদ মিয়া রনেল, হুমায়ূন আহমেদ চৌধুরী, আতিকুল ইসলাম জাকির, আব্দুল করীম, এএফএম মিসবাউজ্জামান, শামিমুর রহমান চৌধুরী, মনসুর চৌধুরী, শ্যামল কান্তি চন্দ, খলিলুর রহমান, আব্দুর রব তুলন, আবু রহমান, আজহার আহমেদ প্রমুখ। বৃহত্তর সিলেটবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশ নেন।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।