NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

পাকিস্তানে বিয়ে করলেই পারতেন, কটাক্ষ স্বরাকে


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪৭ এএম

>
পাকিস্তানে বিয়ে করলেই পারতেন, কটাক্ষ স্বরাকে

আইনি বিয়ের এক মাসের মাথায় সামাজিক রীতি মেনে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। পাত্র-পাত্রী ভিন্নধর্মের, তাই বিয়ের আমন্ত্রণপত্র থেকে অনুষ্ঠানেও ছিল সম্প্রীতির ছোঁয়া। তারপরও শেষরক্ষা হল না। বিয়ের শেষ অনুষ্ঠানে নিজের পোশাকের জন্য ফের বিতর্কের মুখে পড়লেন স্বরা। 

গায়েহলুদ, মেহেন্দি, সঙ্গীতের অনুষ্ঠান ছাড়াও একাধিক রিসেপশনের আয়োজন করেছিলেন নবদম্পতি। বরেলীতে ‘ওয়ালিমা’ অনুষ্ঠান দিয়ে শেষ হল স্বরা ও ফাহাদের বিয়ের উদ্‌যাপন। ওই অনুষ্ঠানে পাকিস্তানি এক পোশাকশিল্পীর বানানো লেহেঙ্গায় সেজেছিলেন স্বরা। ওই লেহেঙ্গা পরে একাধিক ছবিও পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে লেখেন, লাহোর থেকে দুবাই-মুম্বাই-দিল্লি হয়ে অবশেষে বরেলী! আমি বহু দিন যাবৎ আলি জিশানের কাজের ভক্ত। আমি যখন ওকে ফোন করে বলি যে, ওয়ালিমার অনুষ্ঠানে ওর পোশাক পরতে চাই, তখন ওর উদারতা আমাকে আরও অভিভূত করেছিল। 

এর পর থেকেই বিতর্কের মুখে পড়তে হয় স্বরাকে। ভারতে এত নামী-দামি পোশাকশিল্পী থাকতে কেন পাকিস্তানি শিল্পীর পোশাক পরলেন স্বরা? প্রশ্ন উঠছে। অনেকে আবার আরও এক ধাপ এগিয়ে পরামর্শ দেন, বরেলীর কাছেই রামপুর নামক এক জায়গা আছে, সেখানে খুব সুন্দর পার্সি ঘাগরা পাওয়া যায়। পাকিস্তান থেকে কিনতে গেলেন কেন! অনেকে আবার বিদ্রুপ করে এ-ও বলেন, পাকিস্তানের শিল্পীর কাছ থেকে পোশাক কিনে ও দেশের ডুবন্ত অর্থনীতিতে খুব সাহায্য করেছেন তিনি। অনেকে আবার স্বরার এই পদক্ষেপকে প্রচারে থাকার কৌশল বলেই কটাক্ষ করেছেন। তবে এত বিতর্ক সত্ত্বেও এখনও এ বিষয়ে মুখ খোলেননি স্বরা বা ফাহাদ কেউই। 

বিয়ের অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সব অনুষ্ঠানে দুই ধর্মের মিলনের বার্তা রেখেছেন স্বরা ও ফাহাদ। মেহেন্দির পোশাক থেকে সঙ্গীতের একাধিক শিল্পীর পারফরম্যান্স— সব ক্ষেত্রেই ছিল সম্প্রীতির ছোঁয়া। বিয়ের শেষ অনুষ্ঠানেও সেই নজিরই রাখলেন নবদম্পতি।