NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

বিমসটেকে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের তাগিদ মো‌মেনের


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ০২:১৩ পিএম

>
বিমসটেকে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের তাগিদ মো‌মেনের

বহুপক্ষীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার বঙ্গোপসাগরীয় উদ্যোগ-বিমসটেকে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের জন্য সদস্য দেশগুলোর প্রতি বৃহত্তর প্রতিশ্রুতির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্প‌তিবার (৯ মার্চ) ব্যাংককে ভার্চুয়া‌লি অনুষ্ঠিত ১৯তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্ত‌ব্যে বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি এ অঞ্চলের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে জো‌টের সদস্য দেশগুলো‌কে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন।

বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন খাতে সহযোগিতার প্রধান দেশ হিসেবে ড. মোমেন প্ল্যাটফর্ম জুড়ে বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে বাংলাদেশের প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেন। এছাড়া বিমসটেকের (এফটিএ) আইনি চুক্তি চূড়ান্ত করতে বাংলাদেশের গভীর আগ্রহ রয়েছে বলে জানান।

বৈঠকে গত বছরের ৩০শে মার্চ অনুষ্ঠিত পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনের পর থেকে এ পর্যন্ত গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন ও অগ্রগতি মূল্যায়ন করা হয়।

dhakapost

বৈঠকে এ বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া প্রস্তাবিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে গ্রহণের জন্য বিমসটেক সচিবালয়ের বেশ কিছু প্রশাসনিক ও আর্থিক বিষয়সহ সমস্ত বিমসটেক প্রক্রিয়ার জন্য কার্যবিধি অনুমোদন করা হয়।

বৈঠকে ‘সামুদ্রিক পরিবহন সহযোগিতা সংক্রান্ত চুক্তি’ ও ‘বিমসটেক ব্যাংকক ভিশন ২০৩০’-এর খসড়া অনুমোদন করা হয়।

বিমসটেক সহযোগিতার পুনর্গঠিত সেক্টর/উপ-সেক্টরের আওতায় সুনীল অর্থনীতি, পার্বত্য অর্থনীতি ও দারিদ্র্য বিমোচনের অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়। 

ব্লু ইকোনমিতে সহযোগিতার নেতৃত্ব দেবে বাংলাদেশ।

বৈঠকের সমাপনীতে প্রতিনিধি দলের প্রধানরা একটি সমৃদ্ধ, সুসংহত ও ফলপ্রসূ বিমসটেক বিনির্মাণে অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের বিষয়ে সক্রিয় সহযোগিতা উদ্বুদ্ধকরণে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে বিশদভাবে একটি ‘যৌথ বিবৃতি’ জারি করেন।  

বৈঠকে ২০২৩ সালের নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সম্ভাব্য সময়-সূচি নিয়ে আলোচনা করা হয়। ওই সম্মেলনে বাংলাদেশের বিমসটেকের সভাপতিত্বের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।