NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

বিধিমালা মেনে ভবন নির্মাণের অনুরোধ প্রকৌশলীদের


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৪, ১১:১৯ এএম

>
বিধিমালা মেনে ভবন নির্মাণের অনুরোধ প্রকৌশলীদের

ফায়ার সার্ভিস ও রাজউকের বিধিমালা ভবন মেনে ভবন নির্মাণের অনুরোধ জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি)।

সংগঠনটি জানায়, অগ্নিনির্বাপক বিধিমালা ও রাজউকের বিধিমালা মেনে ভবন নির্মাণ করলে সিদ্দিক বাজারের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনাস্থলের সামনের রাস্তায় এক মানববন্ধন থেকে সংগঠনটি এ তথ্য জানায়।

সংগঠনটির সাধারণ সম্পাদক এম মাহাম্মুদুর রশিদ বলেন, আমরা মূলত ফায়ার সিকিউরিটি এবং সেফটি নিয়ে কাজ করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এ বিষয়গুলো নিয়ে সবাইকে সচেতন করা। যেন প্রত্যেকে প্রত্যেকের বিল্ডিং ও ফ্যাক্টরি ন্যাশনাল বিল্ডিং কোড মেনে, রাউজকের বিধিমালা মেনে, অগ্নিনির্বাপক বিধিমালা মেনে নির্মাণ করি। এভাবে যদি প্রতিটি বিষয় আইন মেনে করা হয়, তাহলে যেভাবে এখন দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো অনেক হ্রাস পাবে, কমে আসবে এবং এসব ঘটনা ঘটবেই না। 

তিনি আরও বলেন, রানা প্লাজা এবং তাজরিন গার্মেন্টসের দুর্ঘটনার পর অনেক ক্ষেত্রে সংস্কার হয়েছে। এজন্য আজকে ৯৫ ভাগ গার্মেন্টস ফ্যাক্টরির নিরাপদ এবং বিদেশে খ্যাতিসম্পন্ন। আগের মতো আর এমন দুর্ঘটনা ঘটছে না। ঠিক এভাবে যদি ভবন নির্মাণের ক্ষেত্রে বিধিমালা মেনে চলি তাহলে সিদ্দিক বাজারের মতো ঘটনা ঘটবে না।