NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

নিউইয়র্কে বিমান দুর্ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত নারীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ১১:১২ পিএম

>
নিউইয়র্কে বিমান দুর্ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত নারীর মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ শহর নিউইয়র্কের কাছেই এক বিমান দুর্ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক নারীর মৃত্যু হয়েছে। গত ৫ মার্চ এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত নারীর মেয়ে ও পাইলট ইনস্ট্রাক্টর আহত হয়েছেন।

জানা গিয়েছে, নিহত নারীর নাম রোমা গুপ্তা। তার বয়স হয়েছিল ৬৩। তার মেয়ে রিভা গুপ্তার বয়স ৩৩। তারা চার আসনের সিঙ্গল ইঞ্জিনের ছোট ওই বিমানটিতে উঠেছিলেন। হঠাৎ বিমানের ককপিট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই বিমানটি আছড়ে পড়ে মাটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রোমার। তার মেয়ে ও ২৩ বছরের পাইলটকে ভরতি করা হয়েছে হাসপাতালে। তাদের শরীরের বহু জায়গা পুড়ে গিয়েছে। তারা গুরুতর আহত। দুর্ঘটনাস্থল থেকে একজন স্থানীয় নাগরিক তাদের উদ্ধার করেন।

এই ফ্লাইটটি ছিল একটি পরীক্ষামূলক বিমান। সাধারণ মানুষ কতটা উৎসাহিত হন, তা দেখাই ছিল এর লক্ষ্য। কিন্তু সেই বিমানেই ঘটে যায় দুর্ঘটনা। কিন্তু বিমান ওড়ার খানিক পরেই পাইলট জানান, ধোঁয়া বের হচ্ছে কেবিন থেকে। কিন্তু শেষ পর্যন্ত কিছু করে ওঠার আগেই ঘটে যায় দুর্ঘটনা। কী কারণে দুর্ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি। তবে তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।