NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

বিপদে সবার আগে মানুষের পাশে দাঁড়ায় পুলিশ : আইজিপি


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৫ এএম

>
বিপদে সবার আগে মানুষের পাশে দাঁড়ায় পুলিশ : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, যেকোনো দুর্যোগে বাংলাদেশ পুলিশ সবসময় সবার আগে মানুষের কাছে ছুটে যায়। বাংলাদেশ পুলিশের সদস্যরা সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। এ কারণে সবার আগে পুলিশ বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ায়।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকা কোম্পানিগঞ্জ উপজেলা পরিদর্শন ও বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে কোম্পানিগঞ্জ পুলিশ ফাঁড়িতে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, এই বন্যায় সিলেট সুনামগঞ্জের অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের পুলিশের অনেক ফাঁড়ি, ব্যারাক, থানা বন্যায় তলিয়ে গেছে। তা সত্ত্বেও পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারা মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছেন।মানুষকে উদ্ধারের পাশাপাশি তাদের মধ্যে খাদ্যসহায়তা ও ত্রাণ তুলে দিচ্ছেন। অনেক পুলিশ ফাঁড়ি ও থানায় বন্যার্তদের থাকার জায়গা করে দিয়েছেন।

dhakapost

বন্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে আইজিপি বলেন, বন্যা পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ, পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান প্রমুখ।