NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

স্বামীর বিবাহবিচ্ছেদের খবর স্বর্ণাক্ষরে লিখে রাখবেন মাহি!


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২০ এএম

>
স্বামীর বিবাহবিচ্ছেদের খবর স্বর্ণাক্ষরে লিখে রাখবেন মাহি!

বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সুসংবাদ পেতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তবে এরই মাঝে পেয়ে গেলেন আরও একটি সুখবর। যা নিয়ে বেজায় উচ্ছ্বসিত নায়িকা। সামাজিকমাধ্যমে পোস্ট করে জানালেন নিজের এই উচ্ছ্বাসের কারণ।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। মাত্র পাঁচ বছরের দাম্পত্য জীবনেই বিচ্ছেদ ঘটে তাদের। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার বছরখানেকের মধ্যেই গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। নায়িকার দ্বিতীয় বিয়ে নিয়ে সেসময় কম হইচই হয়নি। কারণ রাকিব আগে থেকেই বিবাহিত ছিলেন।

এবার শোনা গেল, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে মাহির স্বামীর। ফেসবুকে নিজেই জানালেন সেকথা। সম্প্রতি মাহির একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন রাকিব। যার আদুরে ক্যাপশন দিয়েছেন, ‘একমাত্র বউয়ের চিত্রধারক আমি’ লিখে। মন্তব্যের ঘরে একজন লেখেন, বাক্যটা ‘দুইমাত্র হবে কাকা।’ এর জবাবে রাকিব লেখেন, ‘আমার বউ একটাই। ডিভোর্সের পর বউ থাকে না।’

আর এতেই যেন উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ছে স্ত্রী মাহির মনজুড়ে। তারই আলামাত দেখা গেল তার ফেসবুক স্ট্যাটাসে। স্বামীর দেওয়া স্ট্যাটাসের স্ক্রিনশট শেয়ার করে উচ্ছ্বসিত ক্যাপশন দেন নায়িকা। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আজকের তারিখটা স্বর্ণাক্ষরে লিখে রাখব প্রিয় ডায়েরিটাতে। তোমার এই একটা লাইন কথার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলাম।

তাদের এই ভালোবাসার বন্ধন চিরকাল অটুট থাকবে জানিয়ে নায়িকার ভাষ্য, ‘প্রিয়তম, তোমার এই একমাত্র বউয়ের একমাত্র ব্যক্তিগত চিত্রধারক মৃত্যু পর্যন্ত তুমিই থাকবে ইনশাআল্লাহ। অনেক ভালোবাসি তোমাকে।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এক বছরের ব্যবধানে গত বছরের ১২ সেপ্টেম্বর মা হওয়ার সুসংবাদ দেন নায়িকা।