NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের পথে এগোচ্ছে মার্কিন সিনেট


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ০৯:১৮ এএম

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের পথে এগোচ্ছে মার্কিন সিনেট

আর্ন্তজাতিক ডেস্ক: যু্ক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের দ্বিদলীয় একটি গ্রুপ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো উল্লেখযোগ্য একটি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রস্তাব করেছে। তাদের উত্থাপিত বিলের ওপর চলতি সপ্তাহে মার্কিন সিনেটে ভোটাভুটি হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

পরপর দু’টি নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ বহু মানুষ নিহত হওয়ার পর বন্দুক সহিংসতায় নিমজ্জিত মার্কিন সমাজে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের জোরালো দাবি উঠেছে। ওই ৮০ পাতার বিলটিতে যেসব বিধানের প্রস্তাব করা হয়েছে তাতে ‘যাদের নিজেদের ও অন্যদের জন্য বিপজ্জনক বলে মনে করা হয়’ তাদের হাতে বন্দুক যাওয়া বন্ধ করতে পারবে অঙ্গরাজ্যগুলো, এর পাশাপাশি অবিবাহিত অন্তরঙ্গ অংশীদারদের সঙ্গে সহিংস আচরণের জন্য অভিযুক্তদের কাছেও আগ্নেয়াস্ত্র বিক্রি বন্ধ করা যাবে।

নিউ ইয়র্কের একটি সুপারমার্কেট এবং টেক্সাসের একটি এলিমেন্টারি স্কুলে কিশোর বয়সিদের ঘটানো নির্বিচার গুলিবর্ষণের পর প্রস্তাবিত এ আইনে অঙ্গরাজ্যগুলো বন্দুক কেনার জন্য জাতীয় ব্যাকগ্রাউন্ড চেক সিস্টেমে কিশোর বয়সের রেকর্ড সরবরাহের অনুমোদন দিতে পারবে। আইনপ্রণেতারা জানিয়েছেন, মঙ্গলবার (২১ জুন) রাতেই সিনেট এ বিষয়ে তাদের প্রথম পদ্ধতিগত ভোট গ্রহণ করতে পারে।

সিনেটে এই আলোচনায় ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেয়া সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, বিশ্বাস করি, চলিত সপ্তাহেই প্রস্তাবিত আইনটি পাস করতে পারব আমরা। এটি ৩০ বছরের মধ্যে কংগ্রেসের পাস করা আগ্নেয়াস্ত্র সহিংসতা বিরোধী সবচেয়ে উল্লেখযোগ্য আইন হবে। 

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার সম্ভাব্য দ্রুততার সঙ্গে বিলটি এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, এই দ্বিদলীয় বন্দুক নিরাপত্তা আইন জীবন বাঁচাবে। আমরা যা চাই তার সবটা না হলেও এই আইন জরুরিভাবে দরকার।

এক বিবৃতিতে এই আইনের প্রতি নিজের সমর্থন জানিয়ে সিনেটের সংখ্যালঘু দলের নেতা মিচ ম্যাককনল আইনটিকে ‘কমনসেন্স প্যাকেজ’ বলে বর্ণনা করেছেন। দুই দলের মধ্যে সমানভাবে বিভক্ত মার্কিন সিনেটে এ আইন পাস হতে অন্তত ১০ রিপাবলিকান সিনেটরের সমর্থন লাগবে।  

টুইটারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম গান লবি ন্যাশনাল রাইফের অ্যাসোসিয়েশন বলেছে, তারা এ আইনের বিরোধী কারণ এটি আইনিভাবে বন্দুক ক্রয়ের ক্ষেত্রে বাধা তৈরি করতে ব্যবহৃত হতে পারে। রাজনৈতিকভাবে প্রভাবশালী এ গোষ্ঠীর বিবৃতি অনেক রিপাবলিকান ভোটের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য রয়টার্সের। 

মঙ্গলবার (২১ জুন) প্রকাশিত এই প্রস্তাবিত আইনটির পক্ষে ভোট দিতে আইনপ্রণেতারা সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও থেকে যেতে পারেন বলে তাদের কিছু সহযোগী জানিয়েছেন। আগামী ৪ জুলাই (সোমবার) দুই সপ্তাহের জন্য ছুটিতে চলে যাবেন আইনপ্রণেতারা, তার আগেই এই বিলটি পাসের তোড়জোর চলছে। 

টেক্সাসের ইউভালডেতে একটি এলিমেন্টারি স্কুলে এক বন্দুকধারীর দুই শিক্ষক ও ১৯ শিশুকে হত্যা এবং এর কিছুদিন আগে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে একটি সুপারমার্কেটে এক বর্ণবাদীর গুলিতে ১০ জন নিহত হওয়ার পর থেকে মার্কিন আইনপ্রণেতাদের দ্বিদলীয় এই গ্রুপটি বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে আনার জন্য একটি আইন প্রণয়ণে কাজ শুরু করে।