NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

মমতার সভায় যাওয়ার আগে শিক্ষার্থীদের দেওয়া হলো পচা বিরিয়ানি


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৪:৩৭ এএম

>
মমতার সভায় যাওয়ার আগে শিক্ষার্থীদের দেওয়া হলো পচা বিরিয়ানি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ডেকে এনে ছাত্রদের পচা বিরিয়ানি খাওয়ানোর অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ি বয়েজ স্কুলে। ছাত্রদের পচা বিরিয়ানি খাওয়ানোর প্রতিবাদ করেন শিক্ষক-শিক্ষিকারাও। এরপর বিরিয়ানি বিতরণ বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্থানীয় ১২টি স্কুলের প্রায় ১০০০ শিক্ষার্থীকে শিলিগুড়ি বয়েজ স্কুলে জড়ো করেছিল প্রশাসন। দুপুরে তাদের বিরিয়ানি খেতে দেওয়া হয়। কিন্তু প্যাকেট খুলতেই ছড়িয়ে পড়ে পচা গন্ধ। কয়েকজন ছাত্র শিক্ষকদের বিষয়টি জানান। শিক্ষকরা পরীক্ষা করে বলেন, এই বিরিয়ানি খাওয়ার যোগ্য নয়। এরপর বিরিয়ানি বিতরণ বন্ধ করে দেওয়া হয়। যে ছাত্ররা বিরিয়ানির প্যাকেট পেয়েছিলেন তারা তা ডাস্টবিনে ফেলে দেন।

এক শিক্ষক জানান, ওই বিরিয়ানি একেবারেই স্বাস্থ্যকর নয়। অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর থেকে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হচ্ছিল। কীভাবে খারাপ মানের খাবার বিতরণ হলো তা জানি না।

এক শিক্ষার্থী বলেন, অনেকক্ষণ হলো বাড়ি থেকে বেরিয়েছি। থাকতেও হবে অনেক সময়। দুপুরে খাবার দেওয়া হবে বলে আগে থেকে জানানো হয়েছিল। তাই খাবার নিয়ে আসিনি। বিরিয়ানি খেতে গিয়ে দেখি পচা। বিকট গন্ধ বের হচ্ছে। তাই ফেলে দিয়েছি।