NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

ছোটবেলা থেকেই এ কাজে সিদ্ধহস্ত কঙ্গনা


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০৬:১২ এএম

>
ছোটবেলা থেকেই এ কাজে সিদ্ধহস্ত কঙ্গনা

ভারতের হিমাচল প্রদেশের ছোট্ট একটি গ্রামে জন্ম কঙ্গনা রানাউতের। একবুক স্বপ্ন নিয়ে চলে আসেন মুম্বাইয়ে। সোনালি স্বপ্ন বুনে রুপালি পর্দার নায়িকা হতে চান। কিন্তু পায়ের তলার মাটি ছিল খুব নরম কেননা তিনি বলিউডের অন্দরের কেউ নন। পরবর্তীতে নিজ যোগ্যতায় নিজেকে বলিউড ‘কুইন’ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

ক্যামেরার সামনে দাঁড়ানোর অভ্যাস সেই ছোটবেলা থেকেই। এজন্য স্কুল কামাই করে চলে যেতেন স্টুডিওতে। ইদানীং বেশ কিছু ওয়েবসাইটে কঙ্গনার ছোটবেলার ছবি ঘুরছে। যেখানে নীলসাদা স্কুলের পোশাকে পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে ছোট্ট কঙ্গনা।

ছবিটি নিজের টুইটারে শেয়ার করে কঙ্গনা ছোটবেলার স্মৃতি রোমন্থন করেন। সেখানেই জানান, ছোটবেলার স্কুল কামাই করে তিনি ছবি তুলতে যেতেন। কঙ্গনা টুইট করে লেখেন, ‘আমি স্কুলে না গিয়ে আমাদের গ্রামে ছোট্ট স্টুডিওতে যেতাম ছবি তুলতে। শর্মা কাকু আমার ছবি তুলতেন। এবং নিজের দোকানে বড় করে বাঁধিয়ে রাখতেন।’

ছোট বয়স থেকেই আত্মবিশ্বাস যেন তাঁর চোখেমুখে। অভিনেত্রীর এই ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। কেউ লিখেছেন, ‘কঙ্গনা তার মধ্যে প্রতিভা নিয়ে জন্মেছেন।’ কারো কথায়, ‘ছোট থেকেই তিনি কুইন।’

উল্লেখ্য, আগামীতে কঙ্গনা রানাউতকে দেখা যাবে ‘ইমার্জেন্সি’ ছবিতে। এতে তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে ধরা দেবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মাহিমা চৌধুরী, মিলিন্দ সোমন, সতীশ কৌশিক প্রমুখ। ছবিটি পরিচালনা ও প্রযোজনা করছেন কঙ্গনা নিজেই।