NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

রুশ কূটনীতিকদের নেদারল্যান্ডস ছাড়ার নির্দেশ


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫৬ এএম

>
রুশ কূটনীতিকদের নেদারল্যান্ডস ছাড়ার নির্দেশ

ডাচ সরকার বলেছে, তারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তাদের কনস্যুলেট বন্ধ এবং হেগে রুশ দূতাবাসে রাশিয়ান কূটনীতিকদের সংখ্যাও সীমিত করবে। রোববার এক বিবৃতিতে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্ট্রা এসব তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘রাশিয়া কূটনীতির আড়ালে গোপনে নেদারল্যান্ডসে গোয়েন্দা এজেন্টদের আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তা করতে দিতে পারি না এবং দেবও না।’

ওপকে হোয়েকস্ট্রা বলেন, একই সময়ে রাশিয়া ডাচ কূটনীতিকদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই কূটনীতিকরা সেন্ট পিটার্সবার্গের কনস্যুলেট অথবা মস্কোর দূতাবাসে কাজ করবেন।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা নেদারল্যান্ডসের এই পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেবে বলে রুশ বার্তা সংস্থা আরআইএর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ডাচ সরকার বলেছে, তারা হেগের রাশিয়ান দূতাবাসে কূটনীতিকদের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে মস্কোর ডাচ দূতাবাসের কূটনীতিকদের সংখ্যার সাথে তা মিলে যায়।

নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নির্দিষ্ট সংখ্যার কথা উল্লেখ না করে বলা হয়েছে, ‘সুতরাং কিছু কূটনীতিককে দুই সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডস ত্যাগ করতে হবে।’

ডাচ সরকার আমস্টারডামে রাশিয়ার বাণিজ্য অফিসকে মঙ্গলবারের মধ্যে বন্ধ করারও নির্দেশ দিয়েছে।