NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

কিমের মেয়ের নামে নাম রাখলেই ‘সর্বনাশ’


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৫, ০৫:৫০ এএম

>
কিমের মেয়ের নামে নাম রাখলেই ‘সর্বনাশ’

‘শিব ঠাকুরের আপন দেশে আইনকানুন সর্বনেশে’- সুকুমার রায়ের কবিতার লাইনটি উত্তর কোরিয়ার ক্ষেত্রে বেশ মানানসই। চাইলেই নিজের ইচ্ছেমতো উদ্ভট সব আইন পাশ করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জন উন। তার পাশ করা আইনগুলো এতটাই উদ্ভট যে, চাইলেও নিজের পছন্দ অনুযায়ী চুল পর্যন্ত কাটতে পারেন না সেদেশের জনগণ। শুধু তাই নয়, নিজে সর্বোচ্চ সুবিধা ভোগ করলেও দেশের জনসাধারণকে জোর করে আইন মানতে বাধ্য করেন। 

এবার নতুন একটি ‘ফতোয়া’ জারি করেছেন কিন জন উন। জানানো হয়েছে, কিমের মেয়ের নামে যেন দেশের কোনও মেয়ের নাম না হয়। যদিও কারো একই নাম থেকেও থাকে তবে তা অবিলম্বে বদলে ফেলতে হবে। কারণ আদরের মেয়ের প্রতি এটাই কিমের ভালবাসার প্রকাশ।

উত্তর কোরিয়া শাসক কিম জং উনের মেয়ের নাম জু আয়ে। বছর দশ বয়স। ইতোমধ্যে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দেশের যে মেয়েদের নাম জু আয়ে তারা যেন দ্রুত তাদের নাম বদলে ফেলে। এমনকি বলা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে নাম বদলে ফেলতে হবে। শাসকের এমন নির্দেশ পছন্দ না হলেও মেনে নিতে বাধ্য হচ্ছে নাগরিকরা। কারণ স্বয়ং কিমের মেয়ের বিষয় বলে কথা।

উল্লেখ্য, কিম জং উনের তিন সন্তান রয়েছে। এদের মধ্যে কেবলমাত্র জু আয়েকেই প্রকাশ্যে দেখা গিয়েছে। প্রথমবার দেখা যায়, গত বছরের নভেম্বর মাসে। সেনা বাহিনীর প্যারেডের সময় দেখা গিয়েছিল কিম-কন্যাকে। 

২০১৪ সালে নিজের নামের বিষয়ে একই ফরমান জারি করেছিল কিম। নির্দেশনা অনুযায়ী সবাই দ্রুত নাম বদলে ফেলেন।