NYC Sightseeing Pass
Logo
logo

ভালোবাসা দিবসে নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউজের পুরস্কার ‘ডায়মন্ড রিং’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৫ পিএম

ভালোবাসা দিবসে নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউজের পুরস্কার ‘ডায়মন্ড রিং’

নিউইয়র্ক: ভালোবাসা দিবসে নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউজ খাবারের স্পেশাল আয়োজন। কাস্টমাররা তাদের প্রিয়জনদের নিয়ে সুস্বাদু মানসম্মত হালাল খাবার খেয়ে ভালোবাসা দিবস উদযাপন করবেন।

 

 

ভালোবাসা দিবসটি উপলক্ষ্যে প্রতিষ্ঠিানটির ব্রঙ্কসের বাংলাবাজার ও জামাইকার হিলসাইডস্থ রেষ্টুনেন্টকে সাজানো হয়েছে ভালোবাসার আদলে। ভালাবাসা দিবসের স্পেশাল খাবার সরবরাহ করতে প্রস্তুত খলিল বিরিয়ানী হাউজ। মেনুতে রয়েছে হাঁসের মাংশ ও ভুনা খিচুরির স্পেশাল কাপল প্ল্যাটার। এর সাথে থাকছে ২টি রেড ভেলভেট কাপ কেক। ভালাবাসা পিপাসুদের জন্য প্রতিষ্ঠানটির সিইও খরিলুরর রহমান বোনাস হিসেবে রেখেছেন র‌্যাফেল ড্র। এতে পুরস্কার হিসেবে থাকছে ডায়মন্ডের রিং। মাত্র ৩০ ডলারে কাপলদের জন্য হয়েছে লাঞ্চ বা ডিনার । এ অফার শুধু ১৩ ও ১৪ ফেব্রুয়ারির জন্য।