NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে ‘শীত উৎসব’


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০৮:৫৫ এএম

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে ‘শীত উৎসব’

ঢাকা: জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগ 'শীত উৎসব' অনুষ্ঠিত হয়েছে। উৎসবে পিঠা-পুলিসহ নানান খাবারের আয়োজন ছিল। তবে মূল আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার দিবাগত রাতে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো এই শীত উৎসবের আয়োজন করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ডেপুটি স্পিকার শামসুল হক, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি প্রমুখ।

উৎসবে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম ও সুবর্ণা মুস্তাফা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম ও স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনসহ সংসদ সদস্যগণ ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।