NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৫ পিএম

>
কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আলমগীর কাজী (৩০) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। 

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় দেশটির সৌদি আরব ও ইরাক সীমান্তবর্তী আবদালী এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত আলমগীর মাদারিপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি গ্রামের হাসেম কাজীর ছেলে।

জানা গেছে, কুয়েতের জাহারা একটি কোম্পানির মাইক্রোবাস চালাতেন আলমগীর কাজী। মঙ্গলবার সৌদি আরব ও ইরাক সীমান্তবর্তী এলাকা আবদালী এলাকায় তার মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের সহকর্মী বেলাল হোসেন জানান, পরিবারের হাল ধরতে ২০০৫ সালে কুয়েতে আসেন আলমগীর কাজী। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। ২০১৯ সালে দেশে  ছুটিতে গিয়ে বিয়ে করেন এবং তার তিন বছরের একটা ছেলে সন্তান রয়েছে।

তিনি জানান, চলতি বছরের মে মাসে ছেলেকে দেখতে ছুটিতে যাওয়ার কথা ছিল। কাগজপত্র ও আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পরিবারের কাছে পাঠানো হবে। বর্তমানে মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে  রাখা হয়েছে।