NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

২৬ দিনে ইরানে ৫৫ মৃত্যুদণ্ড কার্যকর


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২১ পিএম

>
২৬ দিনে ইরানে ৫৫ মৃত্যুদণ্ড কার্যকর

চলতি বছর ২০২৩ সালের প্রথম ২৬ দিনে ৫৫ মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নরওয়ের মানবাধিকার সংস্থা ‘আইএইচআর’।

আইএইচআর বলছে, জানুয়ারি মাসের প্রথম ২৬ দিনে ৫৫ মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে ইরান।

সংস্থাটির দাবি, হিজাব বিতর্ক ঘিরে বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই পদক্ষেপ নিয়েছে ইরান প্রশাসন। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৫৫ জনই হিজাব বিতর্কে অংশ নেননি।

আরেক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজাব বিক্ষোভে অংশ নেওয়ার কারণে এ মাসে এ পর্যন্ত চার জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে কনিষ্ঠতমের বয়স ১৮ বছর।

এছাড়া হিজাব প্রসঙ্গে সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে বর্তমানে ১০৭ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে।

আইএইচআরের ডিরেক্টর মাহমুদ আমিরি মোঘাদ্দাম বলেন, ‘সরকারের পক্ষ থেকে কার্যকর করা মৃত্যুদণ্ডগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। মূলত মানুষের মনে ভয় সৃষ্টি করতেই এসব করা হচ্ছে।’

এছাড়াও প্রশাসনের বিরুদ্ধে গেলে পরিণতি যে কতটা কঠোর হতে পারে তা প্রমাণ করতেই এই মৃত্যুদণ্ডের হার বাড়ানো হয়েছে বলে দাবি করছেন অনেকেই।