NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ০৯:০২ পিএম

>
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত

সাউথ আফ্রিকায় প্রথমবারের মতো আয়োজিত অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডের মেয়েদের হারিয়ে শিরোপার মুকুট জিতেছে শেফালী ভার্মার নেতৃত্বাধীন ভারত দল।

পচেস্টফ্রুমে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রোববার টস হেরে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। ওপেনারদের কেউই পৌঁছাতে পারেননি দুই অংকের ঘরে। তিন নম্বরে নেমে নিয়াম হল্যান্ড ফেরেন ১০ রানে। এরপর আবার আসা যাওয়ার মিছিল। ৬৯ রানে থামে ইংলিশ মেয়েদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন রায়ানা ম্যাকডোনাল্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন শেফালী ভার্মা। ১১ বলে ১৫ রান করে অবশ্য সাজঘরে ফিরতে হয় ভারতীয় অধিনায়ককে। ৮ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার শোয়েতা শ্রেওয়াত। কিন্তু চাপ সামলে নেন সৌম্য টিওয়ারি এবং গংগারি তৃষা। দুজনের ৪৬ রানের জুটিতে প্রায় জয়ের কাছাকাছি চলে যায় ভারত। ২৯ বলে ২৪ রান করে তৃষা ফিরলেও ২৪ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সৌম্য।