NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান নতুন অধিনায়ক নিয়ে অন্যরকম শুরুর অপেক্ষায় বাংলাদেশ ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা : কঙ্গনা মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প
Logo
logo

পালাব না, প্রয়োজনে ফখরুলের বাসায় উঠব : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৩ এএম

পালাব না, প্রয়োজনে ফখরুলের বাসায় উঠব : সেতুমন্ত্রী

ঢাকা: বিএনপি নেতাদের সরকার পালানোর পথ পাবে না মন্তব্যের জেরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা পালাব না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠব।’

আজ রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন সরকারকে পালাতে বলে। সরকার নাকি পালানোর পথ খুঁজে পাবে না। ফখরুল সাহেব আপনারা তো পালিয়ে আছেন। তারেক রহমান আর রাজনীতি করবেন না, মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে আছেন। দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা। তারেক রহমান পালিয়ে বেড়ান। আমরা পালাতে জানি না।’

তিনি আরো বলেন, ‘এই দেশে জন্ম নিয়েছি, এই দেশেই মরব। পালাব না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। কি, জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠব।’

সেতুমন্ত্রী বলেন, ‘বড় জ্বালা, জ্বালা। অন্তর জ্বালা। জ্বালায় জ্বালায় মরে। পদ্মা সেতুর জ্বালা যেতে না যেতে আরেক জ্বালা, কী জ্বালা! মেট্রো রেল। মেট্রো রেলের পর আরেক জ্বালা আসছে বঙ্গবন্ধু টানেল। নদীর তলদেশে টানেল। জ্বালারে জ্বালা অন্তর জ্বালা।’

তিনি বলেন, ‘আজকের এই জনসভা জনসভা নেই, জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মাঠে যত লোক, তার ১০ গুণ মাঠের বাইরে আছে। প্রিয় ভাই এবং বোনেরা, আজ এই রাজশাহীর মহাসমাবেশে আপনাদের কি মনে আছে, কিছুদিন আগে বিএনপি এখানে একটা সমাবেশ করেছে।’ সেই সমাবেশ আর আজকের সমাবেশ রাজশাহীবাসী, সারা বাংলাদেশ আজকে দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।