NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

শাহরুখের মায়ের ভূমিকায় আমির খানের বোন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:২৫ পিএম

>
শাহরুখের মায়ের ভূমিকায় আমির খানের বোন

ভারত মজেছে ‘পাঠান’-এ। চর্চার কেন্দ্রে রয়েছেন শাহরুখ, দীপিকারা। ৪ বছর পর বড় পর্দায় ফিরেই নিজের জাদু দেখালেন বলিউড বাদশা। একের পর এক সব রেকর্ড নিজের করে নিচ্ছেন। চারদিকে ‘পাঠান’ ঘিরেই যত আলোচনা। তবে সম্প্রতি আলোচনায় এসেছেন আরও একজন। যার স্বল্প উপস্থিতি এই ছবির আকর্ষণ বাড়িয়ে দিয়েছিল।

তিনি বলিউড অভিনেতা আমির খানের বড় বোন নিখাত খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এ শাহরুখের মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। শাহরুখ এবং আমির দুজনকে একসঙ্গে কখনও সিনেপর্দায় দেখা যায়নি। যদিও এ নিয়ে ভক্তদের আক্ষেপের শেষ নেই তবুও কিছুটা হলেও ঘুচল তার বোনের হাত ধরে। ‘পাঠান’-এ ক্যামিও করতে দেখা গেছে বলিউডের আরেক খান সালমানকে। বলাই যায়, অবশেষে একই ছবিতে তিন খানের মিলন ঘটল!

‘পাঠান’ ছবিতে অনাথ শাহরুখকে নতুন জীবন দিয়েছেন তিনি। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নিখাতের। ৬০ বছর বয়সী বলিউডের এ প্রযোজক এবং অভিনেতা এর আগে ‘মিশন মঙ্গল’, ‘সান্ড কী আঁখ’ এবং ‘তানহাজি’ ছবিতে অভিনয় করেছেন। প্রযোজনা করেছেন ‘লাগান’, ‘তুম মেরে হো, ‘দুলহা বিকতা হ্যায়’-এর মতো ছবিগুলো।

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি আয় করেছে ছবিটি। সপ্তাহ শেষে শুধু ভারতেই ২০০ কোটি ছুঁয়ে যেতে পারে বক্স অফিসের অঙ্ক। যা নিয়ে আশা দেখছেন বলিউডের চলচ্চিত্র বিশ্লেষকরা। এই ছবিতে শাহরুখ, দীপিকা ছাড়াও আরও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ।