NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

মাথায় গণ্ডগোল সেই ছোটবেলা থেকেই!


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৪৮ এএম

>
মাথায় গণ্ডগোল সেই ছোটবেলা থেকেই!

বলিউড অভিনেতা রণবীর সিং। অভিনয়ে এই নায়কের ভক্ত সংখ্যা অগণিত। পাশাপাশি তার উদ্ভট পোশাক-আশাক ও আচরণে সমালোচক সংখ্যাও নেহায়েত কম নয়। এ নিয়ে প্রায়ই তাকে কটাক্ষের শিকার হতে হয়। এবার নিজের সম্পর্কে গোপন এক তথ্য ফাঁস করলেন তিনি।

ছোট থেকেই নাকি মাথায় গণ্ডগোল রণবীরের। ডানদিক বেশ সক্রিয় হলেও বাঁদিক বরাবরই দুর্বল। অভিনেতা জানান, ছোট থেকেই ভীষণ সৃজনশীল তিনি। নাচ, গান, আঁকায় খুব দক্ষ কিন্তু অঙ্ক, গণনা এসবে একদমই ভালো ছিলেন না। তাই ছোট থেকেই ভাবতেন মস্তিষ্কের বাঁদিকে হয়তো শর্ট সার্কিট হয়েছে।

ছোট থেকেই শিক্ষকদের বলতেন হিরো হবেন। একদম শেষ বেঞ্চে গিয়ে বসতেন। রণবীর এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি অঙ্ক আর অ্যাকাউন্টসে ভালো ছিলাম না। ছোট থেকেই জানতাম আমি কিসে দক্ষ! তাই সেটাই করতে চেয়েছিলাম।’ ডানদিক বাঁদিকের রহস্য উন্মোচন করতে গিয়েই রণবীর বলে বসেন, ‘আমি যে ইমোশনাল এটাও তার প্রমাণ। মস্তিষ্কের ডানদিক বেশি সক্রিয় আমার।’

তবে অঙ্কে কাঁচা হলেও ক্যারিয়ার নিয়ে প্ল্যানিংটা কিন্তু দিব্যি করে যাচ্ছেন। কীভাবে সম্ভব? এ ক্ষেত্রে অভিনেতার বক্তব্য, ‘ওসব আমি কিছু মানুষদের ওপর ছেড়ে রেখেছি তারা সব সামলে নেন। আমি যেটায় দুর্বল সেটা ওরা ঠিক করে দেয়। শুধুই ক্রিয়েটিভ বিষয়টা আমায় বাঁচিয়ে রাখে।’ তবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যে তার মস্তিষ্কের ডানদিক দারুণ সহায়তা করেছে একথাও বলাই যায়।

উল্লেখ্য, রোহিত শেঠির ‘সার্কাস’ বক্স অফিসে ব্যর্থ হলেও পরবর্তীতে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে রণবীরকে। আগামীতে সঞ্জয় লীলা বানসালি এবং এস শংকরের পরিচালনায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ‘সিম্বা’ অভিনেতার।