NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

আওয়ামী লীগের সিলেট সিটির মেয়র প্রার্থী গুঞ্জনে আনোয়ারুজ্জামান চৌধুরীর নাম


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ০৫:০৫ এএম

আওয়ামী লীগের সিলেট সিটির মেয়র প্রার্থী গুঞ্জনে আনোয়ারুজ্জামান চৌধুরীর নাম

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ লন্ডনে সফর করেন ২০২২ সালের সেপ্টেম্বরে। তখন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর পরিবারের সাথে ব্যক্তিগত সাক্ষাতের ছবি আলোচনার জন্ম দিয়েছিলো। সেটা আবারও আলোচনায় উঠে এসেছে সিলেটের মেয়র পদকে কেন্দ্র করে।

জোর গুঞ্জন, সিলেটে সিটি কর্পোরেশনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে পছন্দ করেছেন শেখ হাসিনা নিজেই। জানা যায়, সিলেটের একজন বর্ষীয়ান নারী নেত্রী ও সাবেক এমপির সাথে টুঙ্গীপাড়ায় ব্যক্তিগত আলাপচারিতায় শেখ হাসিনা নিজেই এমন আগ্রহের কথা প্রকাশ করেছেন। সেদিনের আলাপচারিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নেত্রীকে জিজ্ঞেস করেন, আপা, সিলেটের সংসদীয় আসনের কী অবস্থা? উত্তরে সিলেটের নেত্রী বলেন, ওরা এলাকায় ভালো কাজ করছে। তারপর সিলেটের সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে শেখ হাসিনা উনার মতামত জানতে চান। তথন সিলেটের নারী নেত্রী ৩/৪ জন আগ্রহী নেতার নাম বললেও শেখ হাসিনা নাকচ করে দেন। তারপর শফিউদ্দিন নাদেলের নাম আসলেও শেখ হাসিনা বলেন, নাদেলকে আমি ঢাকায় নিয়ে গিয়েছি। তখন শেখ হাসিনা বলেন, আনোয়ারকে দিলে কেমন হয়। তখন সেই নারী নেত্রী বলেন, আনোয়ারতো সিলেট-২ আসনে কাজ করছে। তখন শেখ হাসিনা বলেন, সবাই মিলে কাজ করলে আনোয়ার পাশ করবে।

তবে আনোয়ারুজ্জামান চৌধুরী বলছেন, দলীয় সভানেত্রী ও হাই কমান্ডের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই তার।

 

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমি ছাত্রলীগ থেকে উঠে আসা একজন বঙ্গবন্ধুর সৈনিক। আমার চাওয়া পাওয়া সব মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। তিনি যা চাইবেন তাই হবে।

তবে আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, সিলেট সিটির মেয়র হলে সিলেটের সাথে ঢাকাসহ ব্রিটেনের যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার করবেন। আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ঢাকা সিলেটের মধ্যে হাই স্পিড ট্রেনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগেই বলেছি। মেয়র হলে সেটা বাস্তবায়ন করতে চাই। এছাড়া সিলেটবাসীর উন্নয়নে যা করতে হয় সবই করবো।

প্রবাসী বাংলাদেশিদের দেশে জায়গা সম্পত্তির সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর।