NYC Sightseeing Pass
Logo
logo

নিউইয়র্কে সম্মিলিতভাবে একুশ উদযাপনের কর্মসূচি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:৫৫ এএম

নিউইয়র্কে সম্মিলিতভাবে একুশ উদযাপনের কর্মসূচি

নিউইয়র্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদা আকতার লিলি ও সাধারণ সম্পাদক গাজী সামসউদ্দীন পত্রিকায় প্রকাশার্থে নিন্মোক্ত বিবৃতি প্রদান করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও অন্যান্য বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এবং প্রবাসের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের সমন্বয়ে প্রতিবছরের ন্যায় এবারও মহান একুশ উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে। 

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালনের লক্ষে ১৪ জানুয়ারি প্রবাসের সকল সাংস্কৃতিক সংগঠনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাঈদা আকতার লিলি ও পরিচালনা করেন গাজী সামসউদ্দীন। নিউইয়র্ক তথা প্রবাসের সর্ববৃহৎ এই একুশ উদযাপন- ২০২৩ কে সফল ও সার্থক করার জন্য মূল্যবান মতামত প্রদান করেন আলপনা গুহ (আড্ডা), সবিতা দাস (বহ্নিশিখা সংঙ্গীত নিকেতন), এমদাদুল হক (সুর-ছন্দ শিল্পী গোষ্ঠী), দুররে মাকনুন নবনী (জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়), আবৃত্তিকার হোসেন শাহরিয়ার তৈমুর (বুয়েট) এবং ঢাকাবিশ্ববিদ্যালয়ের নূপুর চৌধুরী, গোলাম মোস্তফা, মোঃ তাজুল ইসলাম, হানিফ মজুমদার, মোল্লা মুনিরুজ্জামান, রুহুল আমীন সরকার, গাজী সামসউদ্দীন এবং সাঈদা আকতার লিলি। 

 

নেতৃবৃন্দ সকল বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠন সমূহকে রেজিস্ট্রেশন কস্ট্র্বোন জানান। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য বছরের ন্যায় এবারও আগামী ১২ ফেব্রুয়ারি শিশু-কিশোরদের মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মহান একুশের এই অনুষ্ঠানটি টিভিএন-২৪ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।