NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন দুতার্তের কন্যা


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৮:১২ এএম

>
ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন দুতার্তের কন্যা

ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে সারা দুতার্তে-কার্পিও দেশটির ১৫তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। বিভক্ত নির্বাচনী প্রচারণার পর রোববার ভাইস প্রেসিডেন্টের শপথ নিয়েই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি।

বাবা-মায়ের পাশে দাঁড়িয়ে শপথ নেওয়ার পর নিজ শহর দাভাওতে অভিষেক ভাষণ দিয়েছেন সারা দুতার্তে। এ সময় তিনি বলেন, সামনের দিনগুলো চ্যালেঞ্জে পূর্ণ হতে পারে। যা আমাদেরকে জাতি হিসাবে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

৪৪ বছর বয়সী সারা দুতার্তে-কার্পিও ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের রানিংমেট ছিলেন। গত ৯ মের নির্বাচনে জয়লাভ করেছেন মার্কোস। ৩০ জুন দেশটির আগামী ছয় বছরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।

১৯৮৬ সালের এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ফিলিপাইনের তৎকালীন স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস। সেই অভ্যুত্থানের প্রায় তিন দশক পর তার ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এবার ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।

রোববার ভাইস প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে সারা দুতার্তে-কার্পিওর আত্মীয়-স্বজন, মিত্র এবং সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়রও। দেশটির এবারের নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন সারা দুতার্তে এবং মার্কোসন জুনিয়র।

২০০৭ সালে রাজনীতিতে প্রবেশের আগে বাবার মতো আইনজীবী হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন সারা দুতার্তে। ওই বছর তিনি রাজধানী থেকে ১ হাজার কিলোমিটার দূরের দাভাও শহরের ভাইস মেয়র নির্বাচিত হয়েছিলেন।

প্রথমে চিকিৎসক হতে চেয়েছিলেন দুতার্তের এই কন্যা। কিন্তু পরবর্তীতে রাজনীতিতে পা রাখেন তিনি। ২০১০ সালে বাবার স্থলাভিষিক্ত হিসেবে দাভাওয়ের প্রথম নারী মেয়র নির্বাচিত হন তিনি।