NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

রোমে সন্দ্বীপ সমিতির আয়োজনে শীতকালীন মিলন মেলা


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩৩ এএম

রোমে সন্দ্বীপ সমিতির আয়োজনে শীতকালীন মিলন মেলা

জমকালো আয়োজনে সন্দ্বীপবাসীর শীতকালীন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ইতালির রাজধানী রোমের স্থানীয় রসই রেস্টুরেন্টের হলরুমে ইতালিস্থ সন্দ্বীপ সমিতির উদ্যোগে এই মেলায় শতাধিক সন্দ্বীপবাসী অংশগ্রহণ করেন। 

শুভেচ্ছা বক্তব্যে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান সন্দ্বীপ সমিতির প্রধান উপদেষ্টা কামাল পাশা মামুন, উপদেষ্টা আবুল কাশেম, আনোয়ার হোসেন, জহির উদদীন পিন্টু।

আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মুক্তাদের মাওলা আদর, পারভেজ শাহী, নুর ইসলাম পান্না, জান্নাত হোসেন, শাহাদাত হোসেন, তালিমুল হক, জামরুল পাশা, মাকসুদুর রহমান সুমন, নিশান পাশা ও ফরহাদ শাহী।

 

অংশগ্রহণকারীরা বলেন, আমরা চাই ইতালিতে বসবাসরত সন্দ্বীপবাসীর জন্য একটি গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াতে পারি। প্রবাসে আমাদের সংস্কৃতি ও ভাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে আমরা ঐক্যবদ্ধ।

অনুষ্ঠানে সামাজিক কর্মকাণ্ডসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্টসহ উপস্থিত নারী ও শিশুদের উপহার প্রদান করা হয়। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।