NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

ভিডিও: সাইকেল থেকে আচমকা পড়ে গেলেন বাইডেন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪২ এএম

>
ভিডিও: সাইকেল থেকে আচমকা পড়ে গেলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেলাওয়্যার রাজ্যে তার সমুদ্র সৈকত ঘেঁষা বাড়ির কাছে সাইকেল চালাতে গিয়ে আচমকা পড়ে গেছেন। তবে সাইকেল থেকে পড়ে গেলেও অক্ষত আছেন তিনি। শনিবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে যাওয়ার পরপরই উঠে দাঁড়ান। এ সময় তিনি বলেন,  ‘আমি ভালো আছি।’

ডেলাওয়্যারের রেহোবোথ বিচ লাগোয়া নিজ বাড়ির কাছে ফার্স্ট লেডি জিল বাইডেনকে সাথে নিয়ে বাইক চালাচ্ছিলেন জো বাইডেন। সৈকতের একটি পার্কের কাছে দর্শকদের সাথে কথা বলার সময় সাইকেল থামান তিনি। কিন্তু সাইকেল থামিয়ে শরীরের ভারসাম্য ধরে রাখতে ব্যর্থ হন এবং সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি।

পরে সেখানে উপস্থিত শুভাকাঙ্ক্ষী এবং একদল সাংবাদিককে বাইডেন বলেন, বাইকের ক্লিপ থেকে এক পা বের করার চেষ্টার সময় ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি।

হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে গেলেও শরীরে কোনও ধরনের জখম হয়নি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্টের কোনও চিকিৎসার প্রয়োজন হয়নি। পরিবারের সাথে দিনের বাকি অংশ কাটানোর জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে মানুষের বেশ আগ্রহ রয়েছে। বিশেষ করে তিনি ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করবেন কিনা তা নিয়ে জল্পনাও বেড়েছে।

নির্বাচনের পরপরই প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে ২০২০ সালের নভেম্বরে পোষ্য জার্মান শেফার্ডের সাথে খেলতে গিয়ে নিজের একটি পা ভেঙে ফেলেছিলেন জো বাইডেন। এর এক বছর পর ২০২১ সালের নভেম্বরে বাইডেন পুরোপুরি সুস্থ এবং সবল হিসেবে ঘোষণা দেন তার চিকিৎসকরা।

শনিবার সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাবে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, তিনি মুদ্রাস্ফীতির চাপ কমানোর জন্য চীনা পণ্যের ওপর ট্রাম্প-যুগের কিছু শুল্ক শিথিল করার বিষয়ে ভাবছেন। শিগগিরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।